অনাবাদি জায়গা আবাদের আওতায় আনতে বীজ বিতরণ

0

ফরিদপুরের চরভদ্রাসনে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পগুলোর অনাবাদি জায়গা আবাদের আওতায় আনতে বীজ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার মাথাভাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের ৯০ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ বিতরণ করেন কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক “১ ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” মর্মে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চরভদ্রাসন যৌথভাবে বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করেছেন। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করন এবং অনাবাদি জায়গা আবাদের আওতায় আনার জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here