ফুলপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0

ময়মনসিংহের ফুলপুরে বিনামূল্যে আউশ ও পাটের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে আউশ ধান ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার শিববাড়ি রোডে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি কৃষককে ১ বিঘা জমির জন্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার এবং ১ কেজি করে পাট বীজ দেওয়া হয়েছে। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুশ শাকুর সাদী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, এ.এস.এম. আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু প্রমুখ উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here