মার্কিন সেনা নিহতের ঘটনায় যা বলল ইরাকি প্রতিরোধ গোষ্ঠী

0

জর্ডান-সিরিয়া সীমান্তের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৩৪ জন আহত হওয়ার দায় স্বীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে পরিচিত একটি গোষ্ঠী।

রবিবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় ৩ জন নিহত ও আরও ২৫ জন আহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের আবাসস্থলে কয়েক ডজন হামলার দায় স্বীকার করেছে এই আমব্রেলা গোষ্ঠীটি।

মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব দিতে সাম্প্রতিক মাসগুলোতে ইরাক, সিরিয়া ও ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা রবিবারের হামলার জন্য দায়ী গোষ্ঠীটিকে চূড়ান্তভাবে চিহ্নিত করতে কাজ করছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here