পটুয়াখালীর দুমকি বাহেরচর মৌজায় চুরি করে মাটি কেটে নেওয়ার সময় একটি পন্টুন ও স্ক্যাভেটর মেশিনসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। গত রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার পাতাবুনিয়া নদীতে বাহেরচর ও সাদীশ মৌজায় চরের মাটি কেটে নেয়ার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাসুম গাজী (২৪) ও জিয়াউল হাং (২৫)। এসময় মাটি কাটায় ব্যবহৃত স্ক্যাভেটরসহ একটি পন্টুন জব্দ করা হয়।