শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

0

লক্ষ্মীপুরের রামগতিতে শ্রমিক লীগ নেতা মো. জোবায়ের হোসেনের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহাদাত নামে আরেক যুবক জোবায়েরকে সহযোগিতা করেছে বলে জানিয়েছেন ওই গৃহবধূ। অভিযুক্ত জোবায়ের রামগতি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও চর আলগী ইউনিয়নের চর সেকান্তর গ্রামের মৃত খুরশিদ মাওলানার ছেলে। শাহাদাতের একই এলাকার সাহাবুদ্দিনের ছেলে। ভিকটিম নারী ওই এলাকার এক গৃহবধূ। 

গৃহবধূ অভিযোগ করেন, গত ২০ জানুয়ারি দুপুরে তিনি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাবার পথে শাহাদাত তার গতিরোধ করে। এ সময় তাকে জোরপূর্বক শ্রমিক লীগ নেতা জোবায়েরের অফিসের নিয়ে তার হাতে তুলে দেয়। শাহাদাত বাহিরে পাহারায় ছিল। সেখানে জোবায়ের তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি অন্য কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। 

জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারী বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদের কাছে অভিযোগও করেনি।
রামগতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্ত গৃহবধূকে দেখে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী মনে হচ্ছে। ধর্ষণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার  কার্যক্রম শেষ করেই আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here