শোয়েব মালিককে বিয়ে করার পর থেকেই আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ। বিয়ের পর তিনি প্রথম র সমাজমাধ্যমে পোস্ট করতেই কটাক্ষের শিকার হলেন। তার ছবিতে অনেক নেটিজেনই বিরক্তি প্রকাশ করেছেন।
সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই পাকিস্তানি জনতার কাছে শোয়েব এবং সানা দু’জনেই খলনায়ক হয়ে উঠেছেন। কেউই মেনে নিতে পারছেন না এই বিয়ে। বিয়ের পর শোয়েবের সঙ্গে সানা ছবি পোস্ট করার করতেই কটাক্ষ করতে শুরু করেন অনেকে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।