গেল বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ছবি ‘প্রেম প্রীতির বন্ধন’। নতুন খবর হচ্ছে, আসছে ৯ ফেব্রুয়ারি এই জুটির দ্বিতীয় ছবি ‘ট্র্যাপ’ মুক্তি পেতে যাচ্ছে। দ্বীন ইসলাম পরিচালিত এই ছবিটি সাইন্স ফিকশন ধাঁচের।
ছবিটি নায়িকা অপু বিশ্বাস বলেন, প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনো ভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিং এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের ছবি হচ্ছে ‘ট্র্যাপ’। আমি এতো এতো ছবি করলেও এ ধরনের ছবি আগে করিনি। গল্পটাও একেবারে আধুনিক। দর্শকদের সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানাই।
আসন্ন ভালোবাসা দিবসে মুক্তি উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় ‘ট্র্যাপ’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। অপু-জয় ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।