পোপের ৪ রানের আক্ষেপ

0

একপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে অন্যপ্রান্তে নিজের কাজটা করে যাচ্ছিলেন ওলি পোপ। পুরো ইনিংসে দলকে টেনে নিয়ে এসে ১৯৬ রানে থামলেন এই ইংলিশ ব্যাটসম্যান। রিভার্স স্কুপ খেলতে গিয়ে জাসপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

পোপের এমন ইনিংসের পরও ভারতের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪২০ রানে শেষ হয়েছে ইংল্যান্ডের ইনিংস। তাতে ম্যাচ জিততে ভারতের সামনে ম্যাচ লক্ষ্য দাঁড়িয়েছে ২৩১ রান। হাতে সময় আছে দেড়দিন।

এর আগে ১৪৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করেছিলেন পোপ। তার সঙ্গে ছিলেন ১৬ রানে অপরাজিত থাকা রেহান আহমেদ। রেহান ২৮ রান করে আউট হলে ক্রিজে আসেন হার্টলি। রেহানের সঙ্গে ৬৪ রানের জুটির পর হার্টলির সঙ্গে ৮০ রানের জুটি গড়েন পোপ। হার্টলি ফেরেন ৩৪ রানে।এরপর মার্ক উড ফেরেন শূন্য রানে ফিরলে বিদায় নেন পোপও।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here