এবার ডিপফেকের শিকার হলেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী টেইলর সুইফট। সম্প্রতি সামাজিকমাধ্যম এক্সে (টুইটার) গায়িকার যে ডিপফেক ছবি ছড়িয়ে পড়েছে, তা ইতোমধ্যে দেখেছে কয়েক মিলিয়ন মানুষ। আর এ কারণে খুবই বিরক্ত সুইফট। তিনি এর নির্মাতাদের নরকের অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি খুবই বিব্রত ও বিরক্ত এসব নিয়ে। এগুলো যারা করে তারা নরকে যাক।’
এঘটনায় বিরক্ত সুইফট ভক্তরাও। তারা খুঁজে বের করেছেন এমন এক নেটাগরিককে, যিনি টেইলরের ডিপফেক ছবি সামাজিকমাধ্যমে প্রথমবার শেয়ার করেছিলেন। স্বাভাবিক ভাবেই, অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গায়িকার অনুরাগীরা। তবে, পিছু হটতে রাজি নন সেই অভিযুক্তও। তিনি একটি টুইট করে জানিয়েছেন, তিনি নাকি ‘জোকার’র মতো। তার না আছে কোনো নাম, না আছে কোনো ঠিকানা।
এদিকে, টেইলর সুইফটের সঙ্গে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউজ। ডিপফেকের বিষয়ে সতর্ক করে একটি লিখিত বিবৃতি দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে। তিনি বলেন, বিষয়টি খুবই উদ্বেগজনক। আমাদের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটাই করা হবে।
সূত্র : রয়টার্স।