পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলা মজুমদার মারা গেছেন। ৬৫ বছর বয়সী এই অভিনেত্রী গত ৩ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন।
শনিবার রাতেই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীলা মজুমদারের।
১৯৮০ সালে মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি শ্রীলার। তখন শ্রীলার বয়স ১৬ বছর। তার পর ‘এক দিন প্রতি দিন’, ‘আকালের সন্ধানে’, ‘খারিজ’-এর মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন শ্রীলা। শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিউরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তিনি।
শ্যাম বেনেগালের পরিচালনায় তিনি কাজ করেছেন ‘আরহণ’, ‘মান্ডির’ মতো সিনেমায়।