নেত্রকোনায় সড়ক পারাপারের সময় পিকআপ চাপায় আব্দুল গণি (৫৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাতে শহরের মোক্তারপাড়ায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গনি সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
তখনই দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।