সম্পর্কে জড়িয়েছেন জিজি হাদিদ ও ব্র্যাডলি কুপার

0

প্রেমের গুঞ্জনের মধ্যেই এবার লন্ডনের রাস্তায় হাত ধরে ঘুরলেন আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ ও হলিউড তারকা ব্র্যাডলি কুপার। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

সম্প্রতি তাদের দু’জনকে একসঙ্গে ডিনার করতে দেখা গেলে মিডিয়ায় তাদের নিয়ে গুঞ্জন চাউর হয়। এবার লন্ডনের রাস্তায় হাত ধরে দু’জন একসঙ্গে হাঁটলেন।

পেজ সিক্সের প্রতিবেদন অনুসারে, হাদিদ ও কুপার উভয়ের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। ইতিমধ্যে কুপারের মা গ্লোরিয়া ক্যাম্পানোর সঙ্গে একাধিকবার দেখা করেছেন হাদিদ।

এর আগে, এই জুটির এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘ইউএস উইকলি’ তাদের প্রতিবেদনে জানায়, হাদিদ অভিনেতা কুপারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খুশি।

জিজি কুপারের প্রশংসা করে জানিয়েছেন যে কুপার তার ডেট করা অন্যান্য পুরুষের থেকে আলাদা। তিনি সত্যিই পরিপক্ব এবং জিজির সঙ্গে সর্বোচ্চ সম্মানজনক আচরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here