শরীয়তপুরে নড়িয়া পৌরসভা বাস টার্মিনালের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোক্তারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌকিদারসহ দু’পক্ষের তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শনিবার দুপুর ২টার দিকে নড়িয়া পৌরসভার পৌরবাস টার্মিনালে মোক্তারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌকিদার ও বর্তমান মেম্বার জবেদ আলী শেখের গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় জবেদ আলীর শেখের বাড়িঘরে বোমা হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, এ ঘটনায় দু’গ্রুপের তিনজনকে আটক করা হয়েছে। পরিবেশ শান্ত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।