আজ পাড়াগ্রাম মডেল স্কুল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে শীতকালীন পিঠা উৎসব ২০২৪ এর আয়োজন করা হয়। স্কুলের শিক্ষার্থীদের তৈরি প্রায় ৫০ রকমের পিঠা ছিল এই উৎসবে। পিঠা উৎসবে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সকলে আয়োজনের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিষ্ঠানটির পরিচালক জনাব সোহেল রানা বলেন শীতকালে এক সময় বাংলার প্রতিটি ঘরে ঘরে পিঠা পুলির আয়োজন হতো গ্রাম বাংলার অতীতের সেই ঐতিহ্য কে ফিরিয়ে আনতেই এমন আয়োজন। পরিচালক উক্ত অনুষ্ঠানে উপস্থিতি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।