নিখিল জৈনকে ছেড়ে যশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে টলিউডে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন নুসরাত জাহান। তারপর যশের সন্তানের মা হওয়ার পর বিতর্ক উঠেছিল তুঙ্গে। এখনও তারা সম্পর্কে রয়েছেন- একসঙ্গে অভিনয় করছেন, খুলেছেন প্রযোজনা সংস্থাও। তবুও আলোচনা পিছু ছাড়ছে না নুসরাত-যশের প্রেম কাণ্ড!
সম্প্রতি নুসরাত-যশের প্রযোজনা সংস্থার তৈরি ‘সেন্টিমেন্টাল’ ছবির প্রচারে এসে সম্পর্ক নিয়ে কথা বলায় নেটপাড়ায় ট্রোলড হলেন। নেটিজেনরা স্পষ্ট বলছেন, যারা নিজেরা দু’টো বিয়ে করেন, তারা সম্পর্ক নিয়ে টিপস দিচ্ছেন!
সূত্র : সংবাদ প্রতিদিন।