বিপুল তেল নিয়ে কোরিয়া উপকূলে আটকা রাশিয়ার ১৪টি জাহাজ

0

রাশিয়ার অপরিশোধিত তেলবাহী ১৪টি ট্যাংকার আটকা পড়েছে দক্ষিণ কোরিয়ার উপকূলে। কয়েক সপ্তাহ ধরে সোকোল গ্রেডের এই ট্যাংকার জাহাজগুলো মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থ পরিশোধ-সংক্রান্ত জটিলতার কারণে তেল খালাস করতে পারছে না রাশিয়া। খবর রয়টার্সের।

এর মধ্যে আছে ১১টি আফ্রাম্যাক্স জাহাজ ও ৩টি অপরিশোধিত তেলবাহী বড় জাহাজ। এসব জাহাজে মোট ১৩ লাখ ব্যারেলের অপরিশোধিত তেল রয়েছে। হিসাব করলে দেখা যায়, বড় মার্কিন তেল কোম্পানি এক্সনমবিলের সাখালিন-১ প্রকল্পের মাসিক যে উৎপাদন ক্ষমতা, ট্যাংকারগুলোতে তার চেয়ে বেশি তেল আছে। 

যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়াকে দেওয়া নিষেধাজ্ঞার উদ্দেশ্য ইউক্রেনে যুদ্ধের জন্য মস্কোর রাজস্ব আয়ের পথ সংকুচিত করা, বিশ্ববাজারে রাশিয়ার তেল সরবরাহ ব্যাহত করা এর উদ্দেশ্য নয়। গত বছর যুক্তরাষ্ট্র সোকোল তেল পরিবহনকারী বেশ কিছু জাহাজ ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here