ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বড় একটি সুটকেসের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড থেকে সুটকেস বন্দী এ লাশটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
কোতয়ালী থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রযোগে আসা বোরকা পরিহিত এক মহিলা কয়েকজনের সহায়তায় সুটকেসটি বাস কাউন্টারের সামনে রাখে। পরে সেই অজ্ঞাত মহিলা সুযোগ বুঝে ঢাকার একটি বাসে উঠে চলে যায়। দীর্ঘক্ষণ সুটকেসটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেসের ভেতরে মধ্য বয়সী এক পুরুষের লাশ দেখতে পায়। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।