‘শক্তি হারিয়ে ফেলায়’ লিভারপুল ছাড়ছেন ক্লপ

0

সাম্প্রতিক কালের সবচেয়ে খারাপ খবরটি পেলেন লিভারপুলের সমর্থকেরা। ক্লাবকে যিনি এক সময় খাদের কিনারা থেকে তুলে এনে একের পর এক ট্রফি জিতিয়েছিলেন, সেই ইয়ুর্গেন ক্লপ কোচের পদ থেকে সরে যাচ্ছেন মৌসুমের শেষে। 

২০১৫ সালে লিভারপুলে যোগ দেওয়া ক্লপ শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুম শেষে তিনি আর ‘রেড্‌স’দের কোচ থাকছেন না।

ভিডিও বার্তায় ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘মৌসুম শেষে ক্লাব ছাড়তে চলেছি। জানি প্রথম বার এটা শোনার পর অনেক মানুষই আঘাত পাবেন। কিন্তু আমাকেও তো ব্যাখ্যা দিতে হবে। এই ক্লাব, এই শহরের সব কিছুই আমি ভালবাসি। তবে এই সিদ্ধান্ত আমাকে নিতেই হত। আমি ক্রমশ শক্তি হারিয়ে ফেলছি। এখন ঠিকঠাক আছি। কিন্তু জানি যে আগামী দিনে এ ভাবে কাজ করে যাওয়া সম্ভব হবে না।’

ক্লপের সংযোজন, ‘একই কাজ বার বার, বছরের পর বছর ধরে করা আমার পক্ষে সম্ভব নয়। এত বছর সবাই একসঙ্গে কাটিয়েছি, এত বাধা সামলেছি, এত সমীহ পেয়েছি, ভালবাসা বেড়েছে। সমর্থকদের কাছে অনেক ধার হয়ে গিয়েছে। এই সত্যটাও ওদের জানা উচিত।’

সূত্র : এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here