আগামী বিপিএলে খেলবেন কি মাশরাফি?

0

আন্তর্জাতিক ক্রিকেট প্রায় চার বছর আগেই ছেড়ে দিয়েছেন মাশরাফি। ক্যারিয়ারেও এখন আর নতুন করে কিছু পাওয়ার নেই। বিপিএল চলতি আসরে তার ফিটনেস নিয়েও যথেষ্ট প্রশ্ন ছিল। তবে সেই সীমাবদ্ধতা ছাড়িয়ে এখনও পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি। তবে বল হাতে খুব ব্যর্থ তিনি। ফলে অনেকেই একাদশে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলছে।

মাশরাফি অবশ্য নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। এবারের আসরে তো তিনি খেলবেনই, সম্ভব হলে পরের আসরেও মাঠে নামতে চান এই পেসার। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে জানতে চাওয়া হয় আগামী বছরও কি দেখা যাবে তাকে বিপিএলে, উত্তরে সিলেট অধিনায়ক বললেন, ‘হতে পারে। আমার পা যদি ঠিক থাকে হতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here