মুন্সীগঞ্জ প্রেসক্লাবে নির্বাচন: সভাপতি জুয়েল, সম্পাদক জনি

0

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর বাছিরউদ্দিন জুয়েল (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি (ডিবিসি)। 

শুক্রবার (২৬ জানুয়ারি) নির্বাচন শেষে বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নজরুল হাসান ছোটন ও তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে আব্দুস সালাম।

এছাড়া কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুর রহমান, সোনিয়া হাবিব লাবনী, ভবতোষ চৌধুরী নুপুর, মোজাম্মেল হোসেন সজল, তানজিল হাসান, মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, শেখ মো. রতন। 

নির্বাচনী দায়িত্ব পালন করেন- নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ, ফারহানা মির্জা ও মো. আরিফ উল ইসলাম। 
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাকসহ কার্যনির্বাহী পরিষদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাক্সিক্ষরা ও সহকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here