সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে আলোচনায় রাজি ইরাক-যুক্তরাষ্ট্র

0

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণের বিষয়ে আলোচনা এবং একটি কমিটি গঠন করতে সম্মত হয়েছে ইরাক ও যুক্তরাষ্ট্র। 

গতকাল বৃহস্পতিবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কয়েকদিন আগেই ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আস-সুদানি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনোমি ফোরামের বৈঠকে বলেছিলেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গেছে এবং এখন অবশ্যই যুক্তরাষ্ট্রকে সেনাপ্রত্যাহার করে নিতে হবে। এজন্য প্রয়োজনীয় আলোচনা শুরু করা জরুরি।

ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে দুই দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য দুই দেশ ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারে একমত হয়েছে। এই ওয়ার্কিং গ্রুপ সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট সময়সীমা ঠিক করবে এবং ধীরে ধীরে ইরাকের মাটি থেকে বিদেশি সেনা কমিয়ে ফেলা হবে। 

ইরাকি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, উগ্র তাকফিরি গোষ্ঠী আইএস’র ঝুঁকি এবং ইরাকি সামরিক বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা রক্ষার সক্ষমতা মূল্যায়ন করে এই সময়সীমা নির্ধারণ করা হবে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্ভাব্য এই বৈঠকের কথা জানিয়ে বলেছেন, গত আগস্ট মাসে ইরাক ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে যে নিরাপত্তা সহযোগিতা ডায়লগ অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফলের ওপর ভিত্তি করে সেনাপ্রত্যাহারের বিষয়টি ঠিক করা হবে।

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here