বাংলাদেশের ভক্তদের প্রশংসা করে যা বললেন স্বস্তিকা

0

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গত ২০ জানুয়ারি ঢাকায় পা রাখেন। তার ‘বিজয়ার পরে’ ২৪ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এই সময়ে তিনি ঢাকা ও আশেপাশের এলাকাগুলো ঘুরে বেড়িয়েছেন। এদেশের মানুষের ভালোবাসায় আপ্লুত হয়েছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী।

এর মধ্যেই হঠাৎ সামাজিক মাধ্যমে দুঃখ ভরা মন নিয়ে একটি পোস্ট করেছেন স্বস্তিকা। পোস্টে নিজ দেশের ভক্তদের একাংশকে এক হাত নিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে বাংলাদেশের ভক্তদের প্রশংসা করেছেন তিনি। মূলত সপ্তাহ খানেক আগে ভারতে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভক্তদের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী। 

তিনি লিখেন, ‘ইট পাটকেল হাতে নিয়েই যেন দেখতে বসেছেন। অন্য সময় হলে হয়তো একটু খারাপ লাগতো কিন্তু গত এক সপ্তাহে বাংলাদেশে এত এত এত ভালোবাসা পেয়েছি, মানুষ এত আদর দিয়েছেন যে নিজের দেশের মানুষের কটু্ কথা আর খুব একটা গায়ে লাগছে না।’ 

তিনি আরও লিখেন, ‘আপনারা যারা শুধুই নেগেটিভিটি ছড়াতে ব্যস্ত, মনে রাখবেন আর একটা দেশ আমায় মাথায় করে রাখে। থ্যাঙ্ক ইউ বাংলাদেশ আপনারা অনেক মনোবল বাড়িয়ে দিলেন, আর কিছু ভালো হোক না হোক, আপনাদের ভালবাসায় আমার অনেক ভালো হবে। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। ৭৪টি দেশের ২৫২টি ছবি এতে অংশ নেয়। আগামী ২৮ জানুয়ারি এ উৎসবের পর্দা নামবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here