নৃত্যাঞ্জলী ডান্স একাডেমি সিডনিভিত্তিক এক শুদ্ধধারার সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি বিগত বিশ বছর ধরে নৃত্য পরিচালনার পাশাপাশি গান, মঞ্চনাটক, শ্রুতি নাটক, গীতি নকশা, নৃত্যনকশা, পুথিনকশাসহ অন্যান্য দেশজ সংস্কৃতির আয়োজন করে আসছে।
এবারে নৃত্যাঞ্জলী একটি ব্যতিক্রমী উদ্যোগ নিতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় বাঙালিদের ঘরে ঘরে অনেক প্রতিভা লুকিয়ে আছে। নৃত্যাঞ্জলী সংগীত ও নৃত্যের এই সুপ্ত প্রতিভার খোঁজ ও স্বীকৃতি প্রদানের জন্য “প্রতিভার সন্ধানে নৃত্যাঞ্জলী ২০২৪” শীর্ষক একটি রিয়েলটি শো এর আয়োজন করতে যাচ্ছে। ২২ জানুয়ারী (সোমবার) এ উপলক্ষে নৃত্যাঞ্জলী ডান্স একাডেমীতে সিডনির প্রোথিতযশা সংগীত ও নৃত্য শিল্পীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে।