২০২৩ সালে ভারতের এজেন্টরা পাকিস্তানের মাটিতে তাদের দুই নাগরিককে হত্যা করেছে অভিযোগ করেছে ইসলামাবাদ। ভারত এই অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
কানাডা ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ ওঠার কয়েক মাস পর পাকিস্তান এই দাবি করল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে ‘বিদ্বেষপূর্ণ ভারতবিরোধী প্রচারণা’ বলে অভিহিত করেছে।
বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে রাওয়ালকোট শহরে মোহাম্মদ রিয়াজ এবং ২০২৩ সালের অক্টোবরে শিয়ালকোট শহরে শহীদ লতিফকে হত্যা করা হয়।
তবে এই ব্যক্তিরা কারা বা দিল্লি চিরপ্রতিদ্বন্দ্বী ভূখণ্ডের মধ্যে এই হত্যাকাণ্ড চালানোর জন্য কেন এজেন্ট পাঠাল তার কারণ প্রকাশ করেনি পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ সাইরাস কাজি এই হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। সূত্র: বিবিসি