ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স থেকে গাব্রিয়েল মোসকার্দোকে দলে ভিড়িয়েছে পিএসজি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এই তরুণ ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি নিশ্চিত করে পিএসজি।
২০২৮ সাল পর্যন্ত মোসকার্দোর সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ। শর্ত অনুযায়ী, চলতি মৌসুমের বাকি সময়টা করিন্থিয়ান্সেই খেলবেন তিনি। তাই এখনই পিএসজির হয়ে অভিষেক হচ্ছে না তার। তবে নতুন মৌসুমে নতুন জার্সিতেই খেলবেন এই ব্রাজিলিয়ান।
পিএসজির মতো বড় ক্লাবে নাম লেখাতে পেরে উচ্ছ্বসিত মোসকার্দো। তিনি বলেন, ‘(পিএসজির) স্কোয়াডে যোগ দিতে এবং দল ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। আশা করি, দলটির হয়ে অনেক শিরোপা জিতব এবং ক্লাবের সমর্থকদের আনন্দ দিতে পারব।’