ডিলিট হওয়া ফোন নম্বর ফিরে পাবেন যেভাবে

0

মোবাইল ফোনে থাকা অনেক গুরুত্বপূর্ণ ফোন নম্বর আমরা হারিয়ে ফেলি বা ভুল করে ডিলিট করে ফেলি। অনেক চেষ্টার পরও সেই নম্বরগুলো খুঁজে পাই না। বুঝতে পারি না সেই নম্বর কোথা থেকে খুঁজে পাব। অনেকেই জানেন না ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর মুহূর্তেই খুঁজে পাওয়া যায়। তবে এ জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে।

যেভাবে ফিরিয়ে আনবেন

ফোন ব্যাকআপ থেকেও ডিলিট নম্বর ফিরে পাবেন

যদি ফোনের ব্যাকআপ নিয়ে থাকেন, তবে ফোন ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বরগুলোও ফিরিয়ে আনতে পারবেন। 

ব্যাকআপ থেকে যেভাবে ফিরিয়ে আনবেন
১. প্রথমে ফোনে সেটিংস চালু করুন।
২. ব্যাকআপ এবং রিস্টোর অপশনে প্রবেশ করুন। 
৩. রিস্টোর অপশনে ট্যাপ করুন।
৪. কন্টাক্ট অপশনটিতে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here