ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৭টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে এলেঙ্গা ও ভূঞাপুর লিংক রোডে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে ও একটি গাড়ি বিকল হয়ে যায়। সেগুলো সরাতে সময় লাগায় এ যানজট শুরু হয়।