পাচারকালে দেড় কোটি টাকার সুপারিসহ গ্রেফতার ৩

0

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধপথে ভারতে দেড় কোটি টাকার সুপারি পাচারকালে দুটি ট্রলারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ট্রলারে থাকা চোরাচালানে জড়িত মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদারসহ কয়েকজন পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার নেছারাবাদ থানায় ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার।

এ ছাড়া ঘটনার সাথে জড়িত পলাতক আসামি মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার (৬০)।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকার নদীতে অভিযান চালানো হয়। অভিযানে দুটি মাছ ধরার ট্রলারে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারি উদ্ধার করা হয় এবং সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হলেও ট্রলার থেকে ট্রলারের মালিক তুষখালি ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারসহ ১০/১২ জন পালিয়ে যায়।

জব্দকৃত ট্রলার এবং সুপারিগুলো মঠবাড়ীয়া উপজেলার তুষখালি ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের। তিনি সুপারি চোরাচালানের মূলহোতা। দুটি ট্রলার ভর্তি সুপারি ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here