গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ইটভাটার মালিক মো. মহিদুল ইসলাম ও আবু হেনা মোহাম্মদ মফিজুল আযমকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, যেসব ইটভাটার অনুমোদন নেই, পরিবেশ দূষণকারী। এসব অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।