ঝিনাইদহ শহরের জেলা পরিষদ এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-সদর উপজেলার মুরারীদহ গ্রামের স্বরজিৎ বিশ্বাসের ছেলে কিশোর বিশ্বাস ও সাইদুল বিশ্বাসের ছেলে রাজিব হোসেন।
আটককৃতদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়।