ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বৃহস্পতিবার বলেছেন, সেনা প্রত্যাহারে মালের অনুরোধের পর ভারত সরকার প্রতিরক্ষা কর্মকর্তাদের এ নিয়ে এখনও কিছু বলেনি।
গত বছর মোহাম্মদ মুইজু তার দেশের ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে জয় পান। এরপর ১৫ মার্চের মধ্যে ভারতীয় সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। এ নিয়ে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটে।
মালদ্বীপ থেকে প্রতিরক্ষা কর্মীদের ফিরে নিয়ে আসার বিষয়ে জিজ্ঞাসা করা হলে কুমার বলেন, আমরা নির্দেশের অপেক্ষায় রয়েছি। নয়াদিল্লি এখনও পর্যন্ত নৌবাহিনীকে কোনো বার্তা দেয়নি।
ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশটিতে প্রায় ৮০ জন ভারতীয় সেনার একটি দল আছে। মালেকে দেওয়া নয়াদিল্লির সামরিক সরঞ্জামাদির সহায়তা প্রদান এবং মানবিক কার্যক্রমে সহায়তার জন্য ভারতীয় সেনারা সেখানে অবস্থান করছেন। সূত্র: এনডিটিভি