ছয় গোলের থ্রিলার; কোপা দেল রে থেকে বিদায় বার্সার

0

হার-ড্রয়ের বৃত্তে বন্দি থাকা বার্সেলোনা এবার ছিটকে গেল কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে। স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় তাদেরকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাও।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে গোর্কা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রবার্ট লেভানডোভস্কি। এরপর লামিনে ইয়ামালের গোলের পর সমতা ফেরান ওইহান সানসেট। যোগ করা সময়ে ইনাকি ও নিকো উইলিয়ামস দুই ভাইয়ের দুই গোলে জিতে মাঠ ছাড়া বিলবাও।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া বার্সেলোনা গোল হজম করে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে। নিকো উইলিয়ামসের ক্রসে দূরের পোস্টে অরক্ষিত সানসেট হেডে সমতায় ফেরান বিলবাওকে। ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে বিলবাওকে এগিয়ে নেন ইনাকি। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে তার প্রথম শটে ব্যর্থ হলেও ফিরতি শটে জাল খুঁজে নেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। আর যোগ করা সময়ে বিলবাওয়ের জয় নিশ্চিত করেন নিকো উইলিয়ামস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here