নিখোঁজের ৩ দিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার

0

নিখোঁজের ৩দিন পর দিনাজপুরের ঘোড়াঘাটে ফরহাদ হোসেন (৩৫) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করছে পুলিশ। পুলিশের ধারণা- তাকে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের কাজী সোহেলের জমির ড্রেন থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফরহাদ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গনেশপুর বালিঘাটা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক। 

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের ভাই লাশ শনাক্ত করেছেন। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে কিভাবে মৃত্যু হয়েছে তার প্রকৃতি কারণ জানা যাবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here