কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- উখিয়া বালুখালী ৯ নম্বর ক্যাম্পের ব্লক-জি/৩১, এর বাসিন্দা মৃত অলি আহাম্মদের ছেলে মোহাম্মদ নূর (২৮), টেকনাফ উপজেলার ২৬ নম্বর ক্যাম্পের মুছনী বক্কর মেম্বারের রাস্তার মাথা, ব্লক-এইচ/৮ এর বাসিন্দা নাজির আহম্মেদের ছেলে মোহাম্মদ ইছহাক (২০) ও টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ার মো. ইসলামের ছেলে মো. জাহেদ উল্লাহ (৩৮)।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করতো।
তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।