কিয়েভের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলেই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে: মেদভেদেভ

0

রাশিয়ার বেলগোরোদে বিমান দুর্ঘটনাকে কিয়েভের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল বলে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ। বর্তমানে তিনি রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

 দিমিত্রি মেদভেদেভ তার টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছেন, আইএল-৭৬ বিমানের ধ্বংসের ঘটনা কিয়েভের নব্য-নাৎসি অভিজাতদের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন।

নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি লেখেন, ‘প্রজেক্ট ইউক্রেন’ নামের এই আমেরিকান থ্রিলারটির জন্য কী ভয়ঙ্কর, কিন্তু যৌক্তিক সমাপ্তি।

তিনি লেখেন, ‘ড্রাগ লর্ডদের সম্পর্কে ক্লাসিক আমেরিকান চলচ্চিত্রগুলি কোকেনের পাহাড় এবং বিশৃঙ্খল শুটিংয়ের ফুটেজ দিয়ে শেষ হয়েছিল, যার ফলস্বরূপ রক্তাক্ত গণহত্যায় মানুষ মারা যায়। জেলেনস্কি এই ভূমিকাটি দক্ষতার সাথে পালন করেন, যেন (আমেরিকান অভিনেতা ও পরিচালক) শন পেনের দান করা অস্কার মূর্তিটি নিয়ে কাজ করছেন তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here