ফরিদপুরের বোয়ারমারী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাতজন শিক্ষকের অবসরে বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সহস্রাইল ক্লাস্টারের আয়োজনে উপজেলার চাপখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায়ী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মীর সোহরাব আলী, উপজেলা হিসাব রক্ষক অফিসার আব্দুল আওয়াল প্রমুখ।