চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গেল সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় ফারুকীকে। তাকে নিউরো আইসিইউতে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।
বুধবার বিকেলে ফারুকীর বর্তমান অবস্থা জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিশা লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আলহামদুলিল্লাহ। কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ।’