অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ৯৫ রানের জবাবে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয় পায় সুমাইয়া আক্তারের দল।
বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কার মেয়েদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি ও রাবেয়া।
জবাবে খেলতে নেমে সহজেই জয় পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইভা ও ইরা। দুজনেই ২৭ রান করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় এই সিরিজে পাকিস্তানও খেলছে।