শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে তামিম ইকবালের দল। জবাবে খেলতে নেমে এক বল হাতে রেখেই জয়ের দেখা পায় কুমিল্লা।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। প্রথম ওভারেই শূন্য রানে আউট হন মেহেদি হাসান মিরাজ। পরে তিনে নামা প্রিতম কুমার বিদায় নেন ৮ রান করে। তবে তামিম ইকবাল কিছুক্ষণ লড়াই করলেও ১৯ রানের বেশি করতে পারেননি।
সৌম্যর বিদায়ের পর একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। ৩৫ বলে তিনি পান পঞ্চাশের দেখা। অপরপ্রান্তে উইকেট কেবল আসা-যাওয়ার মধ্যেই ছিল। একপর্যায়ে শেষ ওভারে আউট হন মুশফিক। যাওয়ার আগে ৪৪ বলে খেলেন ৬২ রানের ইনিংস।
কুমিল্লার পক্ষে ৪ ওভারে ৩২ রান খরচায় ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট পান রস্টন চেজ ও ম্যাথিউ ফর্দ।
রান তাড়ায় নেমে ২৬ রানের উদ্বোধনী জুটি পায় কুমিল্লা। ১৫ বলে ১৮ রান করে আউট হন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পরে তিনে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ক্যাচ দেন তাওহীদ হৃদয়ও। ২৬ রানে দুই উইকেট হারানোর পর ইমরুলের সঙ্গে জুটি গড়েন লিটন দাস। পরে খালেদ আহমেদের ওভারে ১৯ বলে ১৪ রান করে লিটন ক্যাচ দিলে ভেঙে যায় জুটি। এরপরও দলকে একাই টানছিলেন ইমরুল কায়েস। তিনিও ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১৩ রানের। বোলিংয়ে আসেন খালেদ। প্রথম বলেই রান আউট হয়ে ফিরে যান খুশদিল শাহ। এরপর ক্রিজে এসে প্রথম বলে দুই নেন ম্যাথু ফোর্ড; পরের দুই বলে হাঁকান ছক্কা ও চার। পরের বলে এক রান করে দলের জয়ও নিশ্চিত করেন তিনি।