গাজায় একদিনে ইসরায়েলি সেনার প্রাণহানি বেড়ে ২৪

0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে  ইসরায়েলি সেনার প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি বলেছেন, মধ্য গাজার কিসুফিমের বসতি এলাকার কাছে রকেট চালিত গ্রেনেডের আঘাতে দু’টি ভবন ধসে পড়ে। এ সময় ২৪ সেনা নিহত হয়।

গত বছরের ২৮ অক্টোবর গাজায় শুরু হওয়া স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ২২২ জনে দাঁড়াল।

ইসরায়েল গাজা থেকে হামাসকে সম্পূর্ণ নির্মূল করার প্রতিজ্ঞা করেছে। গাজা যুদ্ধে সোমবার পর্যন্ত ২৫ হাজার ২৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের একটি বড় অংশ নারী ও শিশু।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here