ফ্রান্সে কৃষকদের সড়ক অবরোধ, নারী নিহত

0

ফ্রান্সের বিভিন্ন অংশে গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ অব্যাহত রয়েছে।  কৃষকরা সোমবারও ট্রাক্টর নিয়ে রাস্তা অবরোধ করেছেন।

কৃষি শ্রমিকরা দেশের দক্ষিণ-পশ্চিমে পারপিগনান শহরের কাছে মহাসড়কের প্রস্থান কঠিন করার জন্য পাথর এবং নুড়ি ফেলে। তুলুজের উত্তরে গলফেচ পরমাণু কেন্দ্রের দিকে যাওয়ার রাস্তাগুলোও বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রটির অপারেটর জানান, বিক্ষোভকারীদের তৎপরতা সত্ত্বেও তারা বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রেখেছেন।

এদিকে পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বিক্ষোভরত কৃষকদের স্থাপিত সড়ক অবরোধে একটি গাড়ি ধাক্কা দিলে এক নারী নিহত হন। মুখপাত্র বলেন, একটি গাড়ি কৃষকদের সড়ক অবরোধে ঢুকে পড়ে। এতে তিনজন আহত হন। এতে এক নারী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। গাড়ির তিন আরোহীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here