আমেরিকার বহুজাতিক সমাজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (২১ ফেব্রুয়ারি) বার্তা ছড়িয়ে দিতে ম্যাসাচুসেট্স স্টেটের কেমব্রিজ সিটি হলের সামনে বড় আকারের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
সিটি মেয়র সুম্বুল সিদ্দিকীর উদ্যোগে মঙ্গলবার এই সাইনবোর্ডটি স্থাপন করা হয়। সাইনবোর্ড স্থাপনের আবেদন জানিয়েছিল ‘ভিনগোলার্ধ’ নামে একটি সংগঠন।
উল্লেখ্য, এ বছর ক্যালিফোর্নিয়া স্টেটের প্যারিস সিটির অর্থায়নে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। আর এ আবেদন জানিয়েছিলেন ওই সিটির ১০ প্রবাসীর সমন্বয়ে গঠিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি’। ২১ ফেব্রুয়ারি সিটি মেয়র মাইকেল এম ভারগার্সকে পাশে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন এটি উদ্বোধন করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল