লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টা খেতে ভ্যান চালক মানিকুল ইসলাম (২৫) হত্যার প্রধান আসামী সিরাজুলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শিংঙ্গীমারী ইউনিয়নে ডাঙ্গাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সিরাজুল ইসলাম হাতীবান্ধা উপজেলার শিংঙ্গীমারী গ্রামের আছর মাহমুদের (কান্দুরা) ছেলে। হত্যাকাণ্ডের শিকার হওয়া মানিকুল ইসলাম উপজেলার সিংগিমারী গ্রামের ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ওই হত্যার ঘটনায় গত শুক্রবার মানিকুলের মা শামসুন নাহার বাদী হয়ে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যানচালক মানিকুল ইসলাম খুন হন। শুক্রবার বিকেলে উপজেলার রমনীগঞ্জের ভূট্টা ক্ষেত থেকে প্রথমে তার মস্তকবিহীন দেহ ও এক দিন ওই এলাকার একটি ডোবা থেকে মাথা, ছুরি,জ্যাকেট ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।