১৯৫৪ সালের পর জার্মানিকে হারাল বেলজিয়াম

0

ম্যাচ জুড়ে আলো ছড়ালেন কেভিন ডে ব্রুইনে। দলের প্রথম দুই গোলে অবদান রাখার পর তিনি নিজেও পেলেন জালের দেখা। বেলজিয়াম ফিরে পেল ভুলে যাওয়া স্বাদ। প্রায় সাত দশক পর হারাল জার্মানিকে। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার (২৮ মার্চ) রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলে জিতেছে বেলজিয়াম।

ইয়ানিক কারাসকো ও রোমেলু লুকাকুর গোলে বেলজিয়াম এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান নিকলাস ফুয়েলখুগ। ডে ব্রুইনে আবার দুই গোলের লিড পুনরুদ্ধারের পর একটি শোধ করেন সের্গে জিনাব্রি। ১৯৫৪ সালের পর এই প্রথম জার্মানদের হারাতে পারল বেলজিয়াম। সেবারও প্রীতি ম্যাচে তখনকার পশ্চিম জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল তারা।

ষষ্ঠ মিনিটে গোলের সূচনা করেন কারাসকো। মাঝমাঠ থেকে ডে ব্রুইনের বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন আতলেতিকো মাদ্রিদের এই মিডফিল্ডার। এরপর ডে ব্রুইনের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করা লুকাকু।

১৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ হতে পারত। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে বাইরে মারেন দোদি লুকেবাকিয়ো। একটু পর লুকাকুর হেড লাগে ক্রসবারে। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিকে ব্যবধান কমান পেরুর বিপক্ষে দুটি গোলই করা ফুয়েলখুগ। ডি-বক্সে লুকাকুর হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধে সমতা টানার আপ্রাণ চেষ্টা করে জার্মানি। কিন্তু উল্টো ৭৮তম মিনিটে ব্যবধান বাড়ান বেলজিয়াম অধিনায়ক ডে ব্রুইনে। সতীর্থের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে বল জালে পাঠান ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে কাছ থেকে গোল করে জিনাব্রি নাটকীয় কিছুর আভাস দিলেও শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। দারুণ জয়ের উচ্ছ্বাসে মাঠ ছাড়ে বেলজিয়াম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here