আশারনুরূপ সাড়া মিলছে না। তবে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ‘ভিশন প্রো’র আগাম বিক্রি শুরু করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
গত সপ্তাহের শেষ পর্যন্ত অ্যাপল ১ লক্ষ ৬০ থেকে ১ লক্ষ ৮০ হাজার ভিশন প্রো হেডসেট আগাম বিক্রি করতে পেরেছে বলে জানা গেছে টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিন-চি কুও’র গণনায়।
ভিশন প্রো’র সরাসরি বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে ২ ফেব্রুয়ারি থেকে।
তবে, ইউটিউব নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের মতো কিছু মূলধারার অ্যাপের অভাব থাকায় এখনই সম্ভবত সাধারণ গ্রাহকরা এতে আগ্রহ পাবেন না।