হারল মেসির ইন্টার মায়ামি

0

ইন্টার মায়ামির তালটা যেনো ফিরছে না। এবার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে হেরেই গেল লিওনেল মেসির দল। গত শুক্রবার এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করে মেসিরা। আর সোমবার রাতে মেসিরা হেরেছে এফসি ডালাসের কাছে। 

কটন বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩ মিনিটেই এগিয়ে যায় ডালাস। দলটির হয়ে গোলটি করেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের খেলোয়াড় জেসুস ফেরেইরার।

মেসিরা এরপর হংকং ও জাপানে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবেন। পর যুক্তরাষ্ট্রে ফিরে আর্জেন্টাইন ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে খেলবে। ওই ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here