প্রতিপক্ষ ইংল্যান্ড; প্রথম দুই টেস্টে নেই কোহলি

0

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের দল থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। শিগগিরই কোহলির বিকল্প ঘোষণা করবে তারা।

বিসিসিআই বিবৃতিতে জানায়, ‘অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলে কোহলি জানিয়েছেন দেশের প্রতিনিধিত্ব করাকে সবসময় তিনি সবকিছুর আগে প্রাধান্য দেন। কিন্তু ব্যক্তিগতভাবে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তার উপস্থিতি ও অবিভক্ত মনোযোগ প্রয়োজন।’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বরাবরই ভালো খেলে থাকেন কোহলি। ব্যাট হাতে ৪২.৩৬ গড়ে করেছেন এক হাজার ৯৯১ রান করেছেন তিনি। তার জায়গায় প্রথম দুই টেস্টে চার নম্বরে কে খেলবেন সেটাই এখন প্রশ্ন।

আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here