পূণ্যার্থীদের রাস্তা পারাপারে যানজট, নিয়ন্ত্রণে পুলিশের ২০ টিম

0

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে সোনারগাঁয়ের মেঘনা ছাড়িয়ে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের প্রায় ২০টি টিম।

বুধবার ভোর থেকে এ যানজট দেখা যায়। দেশ-বিদেশের লাখ লাখ পূণ্যার্থী লাঙ্গলবন্দ স্নান উপলক্ষে বন্দরের লাঙ্গলবন্দে ব্রম্মপুত্র নদের তীরের যাত্রাকে ঘিরে এ যানজটের সৃষ্টি হয়েছে। 

স্নানোৎসব ঘিরে মধ্যরাত থেকেই মানুষের ঢল নামে। বিভিন্ন বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনে করে আসছেন পূণ্যার্থীরা। মদনপুর স্ট্যান্ডকে ঘিরে যানজট প্রকট হয়েছে বলে জানা গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহিম জানান, লাঙ্গলবন্দ স্নানকে ঘিরে পূণ্যার্থীদের আগমনকে ঘিরে যানবাহনের অতিরিক্ত চাপে এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে ও জেলা পুলিশ। তিনি আরো জানান, পূণ্যার্থীরা রাস্তা পারাপার হবার সময় যানজট বাড়ছে। লাখ লাখ মানুষের ঢল একদিনে হওয়ায় এ যানজট। যানজট নিয়ন্ত্রণে আমাদের প্রায় ২০টি টিম কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here