বিপিএলের পঞ্চম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে ব্যাট করতে নেমে চট্টগ্রামকে ১৩৭ রানের টার্গেট দেয় ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে ঢাকার ব্যাটাররা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে খানিকটা ধাক্কা খেলেও পরে তাল সামলে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম। দলটির হয়ে ৪০ বলে ৪৯ রানের ইনিংস খেলেছেন তানজিদ হাসান। শেষদিকে ১৯ বলে ৩২ রানে ঝোড়ো ইনিংস খেলে নাজিবুল্লাহ জাদরান।
প্রথমে টস হেরে ব্যাট করতে নামা ঢাকা শুরুতেই হারায় দানুশকা গুনাথিলাকাকে। রিটায়ার্ড হার্ট হয়ে তিনি মাঠ ছাড়ার পর বাকিরাও থাকে আসা-যাওয়ার মিছিলে। ৮ রান করে বিদায় নেন নাঈম শেখ। তিনে নামা সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৯ রান। অধিনায়ক মোসাদ্দেক উইকেট হারান শূন্য রানেই। ১১ রান করে উইকেট হারান পাঁচে নামা অ্যালেক্স রস।
চট্টগ্রামের হয়ে দু’টি করে উইকেট পান আল আমিন হোসাইন ও বিলাল খান। একটি করে উইকেট নেন শুভাগত হোম, নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্পার।