পদ্মায় ফেরি ডুবির ঘটনায় নিখোঁজ ফেরির সহকারি চালক হুমায়ুনের মরদেহ ছয় দিন পর উদ্ধার করা হয়েছে।
আজ বিকেলে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর নদী থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।
এর আগে গত মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট থেকে ৯টি যানবাহন নিয়ে ফেরি রজনীগন্ধা পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ঘাটের অদূরে ফেরিটি নোঙ্গর করে রাখা হয়। বুধবার সকাল সাড়ে আটটার দিকে ফেরিটি ডুবে যায়। এ সময় হুমায়ুন ছাড়া সকলেই উদ্ধার হয়। নিখোঁজ নয়টি যানবাহনের মধ্যে এখন পর্যন্ত পাঁচটি যানবাহন উদ্ধার হয়েছে।